spot_img

৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

অবশ্যই পরুন

সারাদেশে একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট পদোন্নতি ও পদায়ন হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্ব মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। নতুন কর্মস্থলে ১ ডিসেম্বরের মধ্যে যোগদান করতে হবে।

সর্বশেষ সংবাদ

বড়দিনের আগেই সেনাসদস্যরা পাবেন বোনাস চেক—ঘোষণা ট্রাম্পের

বড়দিনের আগেই মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাদের ১৪ লাখেরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ