spot_img

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

অবশ্যই পরুন

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

আজ বুধবার (২৬ নভেম্বর) হংকংয়ের উত্তরাঞ্চলের তাই-পো জেলায় এই দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হংকংয়ের গণমাধ্যম জানায় স্থানীয় সময় ৩টার দিকে আগুন লাগে। বহুতল ভবনটি ৮টি ব্লকে বিভক্ত। স্থাপনাটিতে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে বসবাস প্রায় ৪ হাজার মানুষের। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্যান্য অংশে।

ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আগুন নেভানোর কাজে যোগ দেয় অন্যান্য সংস্থাগুলোও। এখনও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। বুধবার (২৬ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ