spot_img

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

অবশ্যই পরুন

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করছে শহরটিতে। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আগামী ২০৫০ সালের মধ্যেই ঢাকা দখলে নেবে শীর্ষস্থান। শুধু তাই নয়, শীর্ষ ১০ মেগাসিটির ৯টির অবস্থানই এশিয়ায়।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

একই প্রতিবেদনে ২০১৮ সালেও ছিল তালিকার ৯ নম্বরে। রিপোর্টে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা, জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি। রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো ফ্যাক্টরগুলোকে দেখানো হয়েছে পেছনের কারণ হিসেবে।

জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষের বসবাস। অথচ, ২০১৮ সালের জরিপে ঘনবসতিপূর্ণ শহরটির অবস্থান ছিল ৩০ নম্বরে। তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।

বরাবরের মতোই, মেগাসিটির তালিকায় ছিল চীন ও ভারতের কয়েকটি জনবহুল শহর। ৩ কোটির বেশি বাসিন্দা নিয়ে র‍্যাংকিংয়ের ৪র্থ অবস্থানে নয়াদিল্লি। আর ২ কোটি ২৫ লাখ জনসংখ্যার কলকাতা রয়েছে ৯ নম্বরে। অন্যদিকে, চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান তালিকার ৫ম ও ৬ষ্ঠ স্থানে। দুই শহরেরই জনসংখ্যা প্রায় তিন কোটি ছুঁইছুঁই।

এদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও। শহরটির বর্তমান বাসিন্দা ৩ কোটি ৩৪ লাখ। শুধু তাই নয়, বিশ্বের ৩৩টি মেগাসিটির ১৯টিই এশিয়ার। যার মধ্যে ৯টিই শীর্ষ দশে অবস্থিত। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর, যার অবস্থান এই শীর্ষ দশে।

সর্বশেষ সংবাদ

৪০৮ রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকার

কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে তখন ভারতের শেষ জুটি। কোনো ধরনের প্রতিরোধ না...

এই বিভাগের অন্যান্য সংবাদ