স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়ে মৌসুমের অন্যতম বড় জয়ে শীর্ষে ফেরার পথ মজবুত করল এনজো মারেস্কার দল।
ম্যাচের শুরু থেকেই চেলসিকে থামাতে হিমশিম খাচ্ছিল বার্সেলোনা। তৃতীয় মিনিটেই গোলের সামনে দাঁড়াল চেলসি, যদিও অফসাইডে বেঁচে যায় বার্সা। পাল্টা আক্রমণে ফেরান তোরেসের সুবর্ণ সুযোগও কাজে লাগেনি।
২৩ মিনিটে আবারও অফসাইডে বাতিল হয় এনজো ফার্নান্দেজের হেড, তবে চাপ ধরে রাখে চেলসি। এরই মধ্যে ২৭ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল—এস্তেভাওয়ের কর্নার থেকে শুরু হওয়া আক্রমণে নেটোর শট ঠেকাতে ব্যর্থ হয়ে আত্মঘাতী গোল করেন জুলস কুন্দে। ১–০ তে এগিয়ে যায় ব্লুজরা।
৩২ মিনিটে হলুদ কার্ড দেখা রোনাল্ড আরাউহো ৪৩ মিনিটে দ্বিতীয়বার কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে বার্সেলোনা। বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় চেলসির হাতে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চেলসি। ৫৪ মিনিটে জেমসের পাস ধরে দুর্দান্ত ড্রিবলিংয়ে দুই–তিনজনকে কাটিয়ে এস্তেভাও উইলিয়ান করেন চেলসির দ্বিতীয় গোল। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তাঁর টানা তৃতীয় ম্যাচে গোল।
৭৪ মিনিটে ভিএআর চেকে নিশ্চিত হওয়া গোলের মাধ্যমে লিয়াম ডেলাপ তুলে নেন দলের তৃতীয় গোল। এনজোর পাস থেকে ডান পায়ের শটে জালে বল পাঠান তরুণ ইংলিশ ফরোয়ার্ড।
এই হারে প্রাথমিক পর্বে ৫ ম্যাচে দ্বিতীয়বার হেরে ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি। শীর্ষ তিনে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

