spot_img

‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না’

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না। দেশের শক্তি ও ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ভেনেজুয়েলা অজেয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করতে গিয়ে মাদুরো তার দেশে ও দেশের বাইরে সাহসিকতার সঙ্গে ভেনেজুয়েলাকে সমর্থন করে আসা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মাসের পর মাস আমরা মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছি। তবুও আমরা অগণিত সমর্থন বার্তা পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করা যায় না।’

এর আগে, যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেস নামের একটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে। ওয়াশিংটনের দাবি, প্রেসিডেন্ট মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারাই এই সংগঠন পরিচালনা করেন। একই সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যার মধ্যে রয়েছে একটি প্রধান এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ও এফ–৩৫ যুদ্ধবিমানের মোতায়েন।

গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় এলাকায় সামরিক মোতায়েনের নির্দেশ দেওয়ার পর থেকেই ওয়াশিংটন–কারাকাস উত্তেজনা বাড়ছে। ট্রাম্পের দাবি ছিল, মাদক কার্টেল দমনে এবং মাদক পাচারের রুট ধ্বংস করতে এই অভিযান, তার মতে যা মাদুরোর নেটওয়ার্কের সঙ্গেই যুক্ত।

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে। কারাকাসের অভিযোগ, মূল লক্ষ্য হলো মাদুরো সরকারকে সরিয়ে শাসন পরিবর্তন ঘটানো।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ