রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে। কাঁচা ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস হিমশিম খাচ্ছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।
রাজধানীর এই বস্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা বাস করেন। এর আগেও এই বস্তিতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুবিধাবঞ্চিত মানুষেরা সর্বস্ব হারিয়েছেন।

