spot_img

সিরিজ হারের শঙ্কায় ভারত, বল হাতেও বিধ্বংসী ইয়ানসেন

অবশ্যই পরুন

ইডেন গার্ডেন টেস্টে ভারতকে দুই ইনিংসে ৯৩ ও ১৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে দাপটের সাথে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে হতো ভারতীয় দলকে। কিন্তু এই মাঠেও ঋষভ পন্তের দলের অবস্থা বেশ করুণ।

গুয়াহাটিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের জবাবে ২০১ রানেই অলআউট হয়েছে ভারত। এরপর প্রোটিয়ায়ারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে করেছে বিনা উইকেটে ২৬। তৃতীয় দিন শেষে ‘মেন ইন ব্লু’দের চেয়ে ৩১৪ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। ২২ রানে লোকেশ রাহুল ফিরলে দ্বিতীয় উইকেটে আসে ৩০ রান। এরপরই ছন্দতন, ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং ইউনিট। এরপর দলীয় ১২২ রানে সপ্তম উইকেট হারায় ভারত। তাতেই বোঝা যায়, ফলোঅনে পড়ছে ভারত। এরপর ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ ইয়াদাভ প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও সেটা ফলোঅন এড়াতে যথেষ্ট ছিল না। ভারতীয়দের লজ্জা দিতে চাননি হয়তো প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার জয়সওয়াল। এছাড়া, ৪৮ রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯.৫ ওভারে মাত্র ৪৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। ব্যাট হাতেও তিনি করেছিলেন ৯৩ রান। আর ৩ উইকেট তুলে নেন স্পিনার সায়মন হারমার।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস- ৪৮৯ (১৫১.১ ওভার); মুথুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪-১১৫, বুমরাহ ২-৭৫

ভারত ১ম ইনিংস- ২০১ (৮৩.৫ ওভার); জয়সওয়াল ৫৮, সুন্দর ৪৮; ইয়ানসেন ৬-৪৮, সায়মন ৩-৬৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস- ২৬/০ (৮ ওভার); রিকেল্টন ১৩*, মার্করাম ১২*

সর্বশেষ সংবাদ

আইন উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের আলোচনা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ