২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-এর হামলা প্রতিরোধে ব্যর্থতার জেরে তিন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরায়েল। সেই সাথে, আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেয়ারও গুঞ্জন রয়েছে। এই সিদ্ধান্ত আসে দুই সপ্তাহ পরে যখন দেশটির সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য ‘সিস্টেম্যাটিক তদন্ত’-এর আহ্বান জানিয়েছিলেন।
বরখাস্ত হওয়া তিন জেনারেলের মধ্যে একজন সেই সময় সেনা গোয়েন্দা প্রধান ছিলেন। তাদের প্রত্যেককে হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে।
এছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান এবং আরও চারজন জেনারেলসহ কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশটির কর্মকর্তাদের দায়শীলতা ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি প্রকাশ করছে এবং সামরিক ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

