spot_img

উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

অবশ্যই পরুন

উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমনটাই জানান, মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ফিড তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে হবে মূল আনুষ্ঠানিকতা। কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে সম্মাননা দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, কোনো সরকার একদিনে কাজ শেষ করতে পারে না। বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রাখছে, যা পরবর্তী নির্বাচিত সরকার শেষ করবে।

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ