বলিউড অভিনেত্রী এবং সাবেক ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স সেলিনা জেটলি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত কুমার জেটলি, প্রায় ১৪ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন। ভাইকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সরকারের কাছে আবেগঘন বার্তা দিয়েছেন।
বিক্রান্ত কুমার জেটলি ৪৪৩ দিন (১ বছর, ২ মাস, ১৭ দিন) ধরে আটক রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তার কারণে বিক্রান্তকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিনা জেটলির দাবি, বিদেশে ভারতীয় সেনাদের একপ্রকার ‘টার্গেট’ করা হচ্ছে। গ্রেপ্তারের এত দীর্ঘ সময় পরেও তিনি তাঁর ভাইয়ের বিষয়ে সঠিক তথ্য পাচ্ছেন না। তিনি মনে করেন, যারা দেশের জন্য কাজ করেন, সরকার যেন তাদের সংকটময় পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করে।
গত রোববার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে শৈশবের ছবি পোস্ট করে তিনি লেখেন, “যুদ্ধক্ষেত্রে একজন ভারতীয় সৈনিকের অব্যক্ত যন্ত্রণা, ৪৪৪ দিন ভাই ছাড়া! ১ বছর, ২ মাস, ১৭ দিন, মোট ৪৪৩ দিন।
সেলিনা আরও লেখেন, ১০,৬৩২ ঘন্টা, ৬৩৭,৯২০ মিনিট। আমার ভাই, মেজর বিক্রান্ত কুমার জেটলিকে (অবসরপ্রাপ্ত) ধরে নেয়ার পর থেকে অসহনীয় মুহূর্ত।
ভাইকে ফিরে পেতে সেলিনা ভারতীয় সরকারের কাছে কাতারের মতো ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, কাতারে যে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হয়েছিল, আমাদের ক্ষেত্রেও সেই একই পদক্ষেপের প্রয়োজন। আমাদের সৈনিককে ফিরিয়ে আনুন।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি নাগরিক ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যে ব্যক্তি জাতিকে সবকিছু দিয়েছেন, তাকে নীরবে পরিত্যক্ত হতে দেবেন না। যদি আপনি একজন সৈনিককে সম্মান করতে চান, তাহলে একজন ভারতীয় হন যার জন্য মরতে হবে।”
ভাইকে ফিরে পেতে সেলিনার আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত বিক্রান্তকে আইন ও চিকিৎসা সহায়তা দেওয়াসহ তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দিয়েছে।

