spot_img

পাপারাজ্জিদের দেখে যা করলেন সাইফ-পুত্র

অবশ্যই পরুন

বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান তাদের সন্তানদের লাইমলাইটের বাইরে রাখতে চাইলেও, এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছোট্ট পুত্র জেহ আলি খান। সম্প্রতি মুম্বাইয়ে এক শোরুমের সামনে পাপারাজ্জিদের ভিড় থেকে উল্টো বাবাকেই রক্ষা করতে দেখা গেল খুদে এই তারকাকে। তার এই ‘প্রটেকটিভ’ আচরণ নিয়ে সরগরম এখন সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি শোরুম থেকে সাইফ আলি খান তাঁর দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে বের হচ্ছিলেন। শোরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পাপারাজ্জিদের ভিড় দেখে জেহ ছুটে গিয়ে বাবার সামনে দাঁড়ায়।

ভিডিওতে দেখা যায়, ছোট্ট দুই হাত ছড়িয়ে দিয়ে সে ক্যামেরার লেন্স থেকে বাবাকে আড়াল করার চেষ্টা করছে। এমনকি গাড়ির ভেতরে ওঠার পরেও সে হাত দিয়ে বাবাকে ঢেকে রাখতে থাকে, যেন কেউ তাদের ছবি তুলতে না পারে।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বরাবরই তাদের সন্তানদের ব্যক্তিগত জীবনকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে সুরক্ষিত রাখতে পছন্দ করেন। তাদের বাড়ির সামনে ২৪ ঘণ্টাই পাপারাজ্জিদের ভিড় লেগে থাকে। অতীতে সাইফের ওপর হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর থেকে এই দম্পতি সন্তানদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক। নেটিজেনরা ধারণা করছেন, বাবা-মায়ের এই উদ্বেগের সচেতনতা থেকেই জেহ ক্যামেরা দেখলেই এমন সতর্ক আচরণ করছে।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী

নোয়াখালী এক্সপ্রেস টানা ছয় ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছিল। জয়ের ধারাটা অব্যাহতই রাখল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ