অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিজীবনে অনেকটা একাই পথ হাঁটছিলেন। সেই সংসারে তার এক কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্ন এলেও আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি তিনি।
তবে এর মাঝেই বাঁধন জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। প্রায় চার বছর প্রেমের পর গত বছরের শুরুতে ভেঙে যায় সেই সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্কের ভাঙন এবং একই বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থান-পরবর্তী দেশের অস্থিতিশীল পরিস্থিতি তাকে মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত করেছিল বলে জানান অভিনেত্রী।
সেই সময়ের কথা স্মরণ করে বাঁধন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বিক পরিস্থিতি আর আমার ব্রেকআপ—সব মিলিয়ে অন্যরকম একটা জীবন ছিল।’
বর্তমানে মেয়ে, মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঢাকার মিরপুরে থাকেন তিনি। বিয়ে নিয়ে পরিবার থেকেও কোনো চাপ নেই। তবে আগের অভিজ্ঞতার কারণে বিয়ে বিষয়ে এখনো ট্রমা কাজ করে বলে জানান তিনি।
সবকিছু পেছনে ফেলে এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন। জানালেন, তিনি ফের প্রেমে মজেছেন এবং নতুন প্রেমের সম্পর্ককে খুব শিগগিরই প্রকাশ্যে আনবেন।
বাঁধন বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন আর আমার সন্তান—সবকিছু মিলিয়ে সময়টা বেশ আনন্দের। আমার মা-বাবা, ভাইদের সঙ্গে সম্পর্ক—সবকিছু খুব সুন্দর। প্রেম তো সুন্দর; আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্রই প্রেমে পড়লাম, এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’
ইতোমধ্যে দুটি কাজ শেষ করেছেন তিনি, যা প্রকাশ পাবে আগামী বছর। পাশাপাশি নির্বাচনের পর নতুন একটি সিনেমার শুটিংয়েও অংশ নেওয়ার কথা জানা গেছে।

