ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী হামাসের পাঁচজন ‘শীর্ষ সদস্যকে’ হত্যা করেছে। শনিবার (২২ সেপ্টেম্বর) গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তারা এ হত্যাকাণ্ড ঘটায়।
এক্সে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, গাজায় যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনারা পিছু হটে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত নিরাপত্তা সীমার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, হামাসের হামলাটি ঘটেছে সেই অঞ্চলের মধ্যেই। ইসরায়েল দাবি করছে, যুদ্ধবিরতির শর্ত অনুসারে এসব এলাকা শান্ত থাকার কথা ছিল, কিন্তু হামাসের আক্রমণ পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে।
ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, “আজ হামাস আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, ইসরায়েলের নিয়ন্ত্রিত অঞ্চলে একজন সন্ত্রাসী পাঠিয়ে আইডিএফ সেনাদের ওপর হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল পাঁচজন শীর্ষ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে।”
নেতানিয়াহুর কার্যালয় আরও দাবি করেছে, ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলেছে, তবে হামাস তা করেনি। তারা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় যেন হামাসকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করা হয়।

