spot_img

চমক রেখে দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

অবশ্যই পরুন

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। সিরিজটি মাঠে গড়াবে আগামী ২৭ নভেম্বর। এর আগে, রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ অলরাউন্ডার মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া তাকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, দ্বিতীয়টি ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড (প্রথম দুই ম্যাচ):

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সর্বশেষ সংবাদ

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ