মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের বাগদত্তা বেটিনা আন্ডারসন এবং বলিউড তারকা রণবীর সিংয়ের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেতা রণবীর সিং ও ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসনের সঙ্গে নাচ পরিবেশন করছেন। (ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)
উদয়পুরের এই মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। সেখানেই আমন্ত্রিত অতিথি হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন এবং তাদের খুব শিগগির বিয়ে হওয়ার কথা রয়েছে।
রণবীরের সঙ্গে বেটিনার এ পরিবেশনা দেখে ট্রাম্প জুনিয়র মুগ্ধ হয়েছেন এবং হাততালি দিয়ে তাদের আনন্দ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর সামাজিক মাধ্যমে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে কুশলবিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।
এদিকে রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যে কোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য পরিচিত মুখ। অভিনেতা অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

