spot_img

টাইটানিক যাত্রীর স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড দামে বিক্রি

অবশ্যই পরুন

বিখ্যাত টাইটানিক জাহাজের অন্যতম ধনবান এক যাত্রীর দেহাবশেষ থেকে উদ্ধার করা একটি ১৮ ক্যারেটের সোনার পকেট ঘড়ি। মূল্যবান এই ওয়াচটি নিলামে প্রায় ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

১৯১২ সালের ১৪ এপ্রিল, ইসিডোর স্ট্রাস এবং তার স্ত্রী আইডা স্ট্রাস সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রার সময় জাহাজ ডুবে প্রাণ হারান।

ধারণা করা হয়, আইডা স্ট্রাস তার স্বামীকে ছাড়তে অস্বীকার করেছিলেন এবং তার পাশেই থেকে মরতে চেয়েছিলেন। আইডা স্ট্রাসের দেহাবশেষ কখনো পাওয়া যায়নি। তবে, পকেট ঘড়িটি পরিবারে দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল এবং পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘড়িটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন।

নিলামে আরও কিছু গুরুত্বপূর্ণ আইটেমও বিক্রি হয়েছে। টাইটানিকের ভেতরে নোটপ্যাডে লেখা আইডা স্ট্রাসের একটি চিঠি এক লাখ পাউন্ডে বিক্রি হয়।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ