spot_img

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

অবশ্যই পরুন

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। এ সফরে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে।

ঢাকায় পৌঁছেই ভুটানের প্রধানমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে এই দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

সফরের অংশ হিসেবে, আজ বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

মিরপুরে যেন টি-টোয়েন্টির সব রোমাঞ্চ জমে ছিল শেষ ওভারের জন্য। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১১ রান, হাতে ২...

এই বিভাগের অন্যান্য সংবাদ