আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ মাঠে গড়াবে ভারত এবং শ্রীলঙ্কায়। আসন্ন ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের গ্রুপে রয়েছে সাবেক ২ বিশ্বচ্যাম্পিয়ন।
বিসিবির একটি সূত্রে নিশ্চিত হয়েছে বাংলাদেশের গ্রুপে রয়েছে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে খেলতে আসা ইতালি। এছাড়া রয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এর বাইরে নেপালও রয়েছে বাংলাদেশের গ্রুপে। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে ছিল নেপাল। ২০২৪ সালে বাংলাদেশের ঈদ-উল-আযহার দিন সকালে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছিল টাইগাররা।
বাকি গ্রুপগুলোতেও চলবে হাড্ডাহাড্ডি লড়াই। স্বাগতিক দল ভারতের গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সাথে থাকছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র।
আরেক স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপকে ধরা হচ্ছে গ্রুপ অব ডেথ। লঙ্কানদের সাথে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান।
আফগানিস্তান টি-টোয়েন্টি ফরম্যাটের জায়ান্ট কিলার হিসেবে খ্যাত। সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল সেমিফাইনালেও। তাদের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।
আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে এক মাসের ক্রিকেটযজ্ঞের। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এবারও হট ফেভারিট ভারত।

