spot_img

ব্যাটে-বলে দাপট দেখিয়ে চালকের আসনে বাংলাদেশ

অবশ্যই পরুন

আগের দিনই সেঞ্চুরির মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন মুশফিকুর রহিম। আজ সেটার আনুষ্ঠানিকতা সেরেছেন। মুশফিকের পর তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শেষ বিকেলে বোলিংয়েও আলো ছড়িয়েছে বাংলাদেশ। দলীয় একশ করার আগেই আইরিশদের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৯৮ রান করেছে আয়ারল্যান্ড। এখনো বাংলাদেশের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে তারা। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৬ রান করেছে।

ইনিংসের শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা ভালো শুরু করেছিলেন। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ হয়। স্টার্লিংকে এলবিডব্লু করে প্রথম স্লিপে ক্যাচে নেন খালেদ আহমেদ। বালবির্নি (২১) হন হাসান মুরাদ-এর ঘূর্ণির শিকার। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লু করেন মেহেদী হাসান মিরাজ।

দলের পঞ্চম উইকেট হিসেবে আসে হ্যারি টেক্টরের (১৪) আউট, তার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৯৪ রানে পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৬ রান সংগ্রহ করেছে। মুশফিকুর রহিম খেলেন ১০৬ রানের ইনিংস, লিটন দাসও ১২৮ রান করে তার পঞ্চম শতক তুলে নেন। মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে লিটন শেষ পর্যন্ত ৪৩৩ রানে ৭ উইকেট হারানোর পর সাজঘরে ফেরেন। হাসান মুরাদ ও এবাদত হোসেনের অবদান শেষে ইনিংসটি পৌঁছায় ৪৭৬ রানে।

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ