spot_img

ফের পেছালো বিপিএলের নিলাম

অবশ্যই পরুন

আবারও পিছিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। এক সপ্তাহ আগে ঘোষিত সূচি পরিবর্তন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, বিপিএল ২০২৬–এর খেলোয়াড় নিলাম ২৩ নভেম্বরের পরিবর্তে এখন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

এদিকে, পরিবর্তন এসেছে নিলামের ভেন্যুতেও। জানা গেছে, ঢাকার লা মেরিডিয়ানের বদলে নিলাম হবে র‌্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করা এবং একটি পরিপূর্ণ ও সুসংগঠিত নিলাম অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আসন্ন বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরের প্রস্তুতির অংশ হিসেবে নিলাম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন মৌসুমের জন্য নিজেদের দল গঠন করবে।’

এক যুগ পর আবারও বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। সবশেষ ২০১২ ও ২০১৩ সালে প্রথম দুই আসরে খেলোয়াড় বাছাইয়ে এই ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ