২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে ৪২টি দল। বাছাইপর্বের সাম্প্রতিক ম্যাচগুলো শেষে মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল টিকিট নিশ্চিত করেছে। বাকি ৬টি দল নির্ধারিত হবে আগামী মার্চে অনুষ্ঠিত প্লে-অফের মাধ্যমে।
আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। ৪৮ দলের আসরে এখনও সব অংশগ্রহণকারী নির্ধারিত না হলেও বাছাইপর্ব ক্রমেই চূড়ান্ত রূপ পাচ্ছে। মঙ্গলবার ও বুধবার নতুন করে যে ৮টি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, সেগুলো হলো—
স্পেন
বেলজিয়াম
স্কটল্যান্ড
অস্ট্রিয়া
পানামা
কুরাসাও
এই আট দলই গত দুই দিনে বাছাইপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন তুরস্কের সঙ্গে ২–২ গোলে ড্র করে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এতে স্পেনের টানা অপরাজেয় থাকা ম্যাচের সংখ্যা দাঁড়াল ৩১।
– লিচেনস্টাইনের বিপক্ষে ৭–০ গোলে জয়ে বেলজিয়াম ‘জে’ গ্রুপে শীর্ষে।
– কসোভোর সঙ্গে ১–১ ড্রয়ে সুইজারল্যান্ড ‘বি’ গ্রুপে শীর্ষে।
– ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়ে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে প্রথম।
– বসনিয়ার সঙ্গে ড্র করে অস্ট্রিয়া ‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে।
১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ালিফাই করেছে। আর গ্রুপ রানার্স-আপ ১২ দল ও নেশনস লিগের আরও ৪ দল নিয়ে হবে প্লে-অফ, আগামী ২৬ ও ৩১ মার্চ।
আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে বাছাই খেলতে হয়নি। তাদের সঙ্গে কনক্যাকাফ অঞ্চল থেকে পানামা, হাইতি ও কুরাসাও জায়গা নিশ্চিত করেছে।
কুরাসাও জ্যামাইকার সঙ্গে ০–০ ড্র করে বিশ্বকাপে নাম লেখানো সবচেয়ে ছোট দেশ হয়ে ইতিহাস গড়েছে। আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ১ লাখ ৫৬ হাজার।
অন্য অঞ্চলগুলো থেকে নিশ্চিত দল
কনমেবল: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
এএফসি: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব, কাতার
সিএএফ: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, সেনেগাল
ওএফসি: নিউজিল্যান্ড
উয়েফা: ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম
বিশ্বকাপের পূর্ণ দল তালিকা সম্পূর্ণ হবে আগামী মার্চের প্লে-অফ শেষে।

