spot_img

বিজয় দিবসে এবারও থাকছে না প্যারেড

অবশ্যই পরুন

আসন্ন বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এবারও ঐতিহ্যবাহী প্যারেড অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ‘মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান।

তিনি বলেন, “বিজয় দিবস আগের মতোই উদযাপন হবে, বরং এবার আরও বেশি কর্মসূচি পালিত হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও উল্লেখ করেন যে, “শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই।”

গত বছরও মহান বিজয় দিবসে জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়নি। এর বদলে আয়োজন করা হয়েছিল ‘বিজয় মেলা’। এবারও সেই ধারা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না এবং তদন্তের পর তিনি জানাতে পারবেন।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ