যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।
এর আগে, যুক্তরাজ্যের কোনও ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) কোনওভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলে জানায় ব্রিটিশ হাইকমিশন। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

