spot_img

বাংলাদেশ দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

অবশ্যই পরুন

এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ে ভারতকে হারানোই বাংলাদেশ দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মহামুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিন গোল করেন। তা আর শোধ করতে পারেনি ভারত।

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছে। ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে ২২ বছর পর জয়। ঐতিহাসিক এই অর্জনে ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে।

লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ম্যাচ ড্র হয়েছে। অন্য ম্যাচটিতে নিশ্চিত ড্র থেকে শেষ বাঁশির আগে হেরে বসে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ বাঁশির আগের গোলে হতাশার সমতায় শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ তাই বাধভাঙা।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ