নির্বাচন সমনে রেখে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হয়েছে, তাদের যুক্ত করা হয়েছে। সেই হিসাবে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।
হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটর ১ হাজার ২২৪ জন।
গত মার্চে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লক্ষ ৩২ হাজার ২৭৪ জন
ইসি সচিব জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
নিবন্ধনের জন্য বেশ কিছু দলকে পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এই দলগুলো হলো-
১. বাংলাদেশ বেকারমুক্তি পরিষদ
২. গণতান্ত্রিক পার্টি
৩. জাসদ (শাহজাহান সিরাজ)
৪. জাতীয় জনতা পার্টি
৫. জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
৬.আমজনতার দল
৭. জনতার দল
তিনি জানান, দল নিবন্ধন পুনর্বিবেচনার পর্ব কমিশন যতদিন মনে করবে ততদিন চলবে।

