spot_img

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করলো ইরান

অবশ্যই পরুন

চাকরির মিথ্যা প্রতিশ্রুতি ও তৃতীয় দেশে পাঠানোর আশ্বাস দেখিয়ে ভারতীয় নাগরিকদের ইরানে প্রলুব্ধ করে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করেছে ইরান।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে ভারতের একাধিক গণমাধ্যমও।

বিবৃতিতে জানানো হয়, মিথ্যা চাকরির অফার বা অন্য দেশে পাঠানোর আশ্বাসে অনেক ভারতীয়কে ইরানে নিয়ে যাওয়ার ঘটনা সরকারের নজরে এসেছে। ভিসামুক্ত সুবিধাকে কাজে লাগিয়ে অসংখ্য ভারতীয়কে ইরান ভ্রমণে প্রতারিত করা হয় এবং সেখানে পৌঁছানোর পর অনেককে মুক্তিপণের জন্য অপহরণের শিকার হতে হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান সরকার সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে। নতুন সিদ্ধান্ত ২২ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। ওই তারিখ থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট করতে ভারতীয়দের অবশ্যই ভিসা নিতে হবে।

ভিসামুক্ত সুবিধার অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইরান ভ্রমণে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতাও জারি করা হয়েছে। তাদের পরামর্শ দেওয়া হয়েছে—কোনো অবস্থাতেই ভিসামুক্ত ভ্রমণের প্রলোভন দেখানো এজেন্টদের সাথে যোগাযোগ না করতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো....

এই বিভাগের অন্যান্য সংবাদ