spot_img

গ্রিস থেকে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ইউক্রেনের

অবশ্যই পরুন

ইউক্রেন শীতকালে গ্যাস ঘাটতি পূরণ করতে গ্রিস থেকে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) এথেন্স সফরের সময় এ চুক্তি ঘোষণা করেছেন।

রাশিয়ার অবকাঠামো এবং গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার পর ইউক্রেন একটি পাইপলাইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ নিশ্চিত করবে, যা বালকান উপদ্বীপ অতিক্রম করবে। গ্রিক গ্যাস কোম্পানি ডিইপিএ এবং ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নাফটোগ্যাস যৌথ বিবৃতিতে জানিয়েছে, চুক্তিটি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং সরবরাহ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী যা ধ্বংস করে, আমরা তা পুনর্নির্মাণ করি, কিন্তু এতে সময় এবং যন্ত্রপাতি দুটোই লাগে। গ্যাসের ক্ষেত্রে আমদানি প্রয়োজন, যাতে আমাদের নিজস্ব উৎপাদন ধ্বংসের ক্ষতি পূরণ করা যায়।’

ইউক্রেন সরকারের মাধ্যমে ইউরোপীয় অংশীদার এবং স্থানীয় ব্যাংকের অর্থায়ন নিশ্চিত করা হয়েছে, যা প্রায় ২০ কোটি ইউরো ($২.৩ বিলিয়ন) প্রয়োজনীয় তহবিল পূরণ করবে।

এ চুক্তি এমন সময় এসেছে, যখন গ্রিস প্রথমবারের মতো ২০৩০ থেকে ইউরোপকে আমেরিকার এলএনজি সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে।

ইউরোপীয় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ থেকে রাশিয়ার এলএনজি নিষিদ্ধ হওয়ার কারণে এই চুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতারকিস জেলেনস্কিকে জানিয়েছেন, ‘গ্রিস আপনার দেশে শক্তি নিরাপত্তা প্রদানকারী হিসেবে কাজ করবে।’

এছাড়া চুক্তি অনুযায়ী রাশিয়ান প্রাকৃতিক গ্যাসকে ইউরোপে প্রবেশে বাধা দিতে সাহায্য করবে।

শীতকালীন চাহিদা মেটাতে এবং শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের এই উদ্যোগ এবং গ্রিসের সহযোগিতা দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

তিন ফরম্যাটের তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

তিন ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিন অধিনায়ক। এবার তাদের সঙ্গী হিসেবে তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ