spot_img

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে কোনোভাবেই আশ্রয় না দিতে ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আজ সোমবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়ের পর তাদের আশ্রয়কারী দেশ ভারতকে যে বার্তা দিয়ে রেখেছিল বাংলাদেশ, সেটাই আবার পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিক সংবাদ প্রতিবেদনে এ বার্তা দিয়েছে মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পালাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলুম ও হত্যাকাণ্ডের অভিযোগে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এ দুই ব্যক্তির বিষয়ে বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে—যদি কোনো দেশ তাদের আশ্রয় দেয়, তবে তা হবে সর্বোচ্চ অবমাননাকর আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অগ্রহণযোগ্য অবস্থান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে যাতে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে কোনোভাবেই আশ্রয় দেওয়া না হয় এবং যথা শিগগিরই বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আলোকে এই হস্তান্তরকে বাংলাদেশের ন্যায্য দাবি হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

দাউদ ইব্রাহিম প্রসঙ্গে এবার কথা বললেন নোরা ফাতেহি

মুম্বাইয়ের এক রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর ঐ পার্টিতে   নিজের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ