spot_img

আমি ক্ষুব্ধ, আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

তিনি বলেছেন, এই রায় ভিন্নভাবে হলেও হতে পারতো। যেহেতু হয়নি, রায় আমার বিপক্ষে গিয়েছে, তাই আমি ক্ষুব্ধ। আমার ভেতরে কষ্ট লালন করছি।

তিনি আরও বলেন, যেহেতু আমার মক্কেলের সর্বোচ্চ সাজা হয়েছে, সেটা আমাকে কষ্ট দেবে না? আমি কষ্ট পাচ্ছি। এরবেশি বলার কিছু নেই।

আইনজীবী আমির হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। যেহেতু তার মক্কেল পলাতক। হয় তাদের এসে আত্মসমর্পন করতে হবে, নাহলে তাদের গ্রেফতার হতে হবে।

আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণ করেছেন বলেও উল্লেখ করে তিনি। বলেন, হয়ত আদালতের মনে হয়েছে আমাদের চেয়েও তাদের (প্রসিকিউশন) কথা যুক্তিযুক্ত।

সর্বশেষ সংবাদ

বুধবার থেকে শাবান মাস গণনা শুরু, জানা গেল শবে বরাতের তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ