spot_img

সম্মানসূচক অস্কার গ্রহন করলেন টম ক্রুজ

অবশ্যই পরুন

হলিউড তারকা টম ক্রুজকে অ্যাকাডেমির সম্মানসূচক (অনারারি) অস্কার দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) গভার্নর্স অ্যাওয়ার্ডসে এই পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ‘টপ গান’ খ্যাত এই অভিনেতা। পুরস্কারটি তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। তিনি বর্তমানে টম ক্রুজকে নিয়ে একটি নতুন ছবি পরিচালনা করছেন, যা ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পুরস্কার হাতে নিয়ে ক্রুজ চলচ্চিত্র নির্মাণে যুক্ত মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি তুলে ধরেন বিশ্বজুড়ে মানুষকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে সিনেমার শক্তির কথা।

ক্রুজ বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবীর নানা প্রান্তে নিয়ে যায়। এটি আমাকে ভিন্নতাকে বুঝতে ও সম্মান করতে শেখায়। একই সঙ্গে এটি আমাদের যৌথ মানবতার দিকটিও দেখায়—কতভাবে আমরা একে–অপরের মতো। আমরা যেখান থেকেই আসি না কেন, সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে আশাবাদী হই—এটাই এই শিল্পের শক্তি। এ কারণে সিনেমা গুরুত্বপূর্ণ, আর এ কারণেই এটি আমার কাছে এত মূল্যবান।’

টম ক্রুজ আরও বলেন, ‘সিনেমা বানানো শুধু আমার কাজ নয়, এটাই আমি কে—তার একটি বড় অংশ।’

সর্বশেষ সংবাদ

রায় ঘোষণার আগে হাসিনা-তাপসের ফোনালাপ পড়ে শোনালেন বিচারক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হচ্ছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ