লেবানন শনিবার (১৫ নভেম্বর) জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে ইসরায়েলের নির্মিত কংক্রিটের প্রাচীর ‘ব্লু লাইন’ অতিক্রম করায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
‘ব্লু লাইন’ হলো জাতিসংঘ-নির্ধারিত একটি সীমারেখা, যা লেবাননকে ইসরায়েল এবং ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করে। ২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করার সময় এই রেখা পর্যন্তই পিছু হটে।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দ্যুজারিক শুক্রবার (১৪ নভেম্বর) বলেছেন, প্রাচীর নির্মাণের ফলে লেবাননের ৪,০০০ বর্গমিটারের (প্রায় এক একর) বেশি এলাকা স্থানীয় জনগণের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে। লেবাননের প্রেসিডেন্সিও একই কথা উল্লেখ করে বলেছে, ইসরায়েলের চলমান নির্মাণ কাজ ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১–এর লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত’। দ্যুজারিক আরও জানান, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) প্রাচীরটি অপসারণের অনুরোধ জানিয়েছে।
এক ইসরায়েলি সামরিক মুখপাত্র শুক্রবার (১৪ নভেম্বর) অস্বীকার করেছেন যে প্রাচীরটি ব্লু লাইন অতিক্রম করেছে। তিনি বলেন, ‘এই প্রাচীরটি ২০২২ সালে শুরু হওয়া একটি বৃহত্তর আইডিএফ পরিকল্পনার অংশ,’ যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকে এবং এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইডিএফ বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে, যার মধ্যে উত্তর সীমান্তে সুরক্ষা বেষ্টনীকে আরও শক্তিশালী করাও অন্তর্ভুক্ত।’

