spot_img

আর্মেনিয়ার বিপক্ষে গোল উৎসব করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল

অবশ্যই পরুন

টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর শেষ ম্যাচে অপ্রতিরোধ্য দাপট দেখাল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোহীন ম্যাচে ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেসের জোড়া হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে টিকিট নিশ্চিত করল রবের্তো মার্তিনেজের দল।

ঘরের মাঠে পর্তুগালের লিড পেতে বেশি দেরি হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটেই ভিয়েগার গোলে এগিয়ে যায় তারা। যদিও ১৭ মিনিটে গ্রান্ড লিওন রেনসের দারুণ এক আক্রমণে সমতায় ফেরে আর্মেনিয়া। গোল হজমের পর মরিয়া হয়ে ওঠা পর্তুগাল আক্রমণের ঢেউ তোলে। ২৭ মিনিটে গানসালো রামোস গোল করে ২-১ লিড এনে দেন। এর পরপরই ২৯ ও ৪০ মিনিটে জোয়াও নেভেস দুটি গোল করে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ৫-১ গোলের স্বস্তি দেন ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধেও বজায় থাকে পর্তুগালের গোলবন্যা। ৫৭ ও ৭১ মিনিটে ফার্নান্দেজ এবং ৮০ মিনিটে নেভেস গোল করে নিজেদের হ্যাটট্রিক পূর্ণ করেন। খেলার শেষ দিকে জোয়াও ফেলিক্সের পাস থেকে ফ্রান্সিস্কো কোনসেইসাও আরও একটি গোল করলে জয় ৯-১ এ নিশ্চিত হয়। ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রেখে আর্মেনিয়ার গোলপোস্টে একের পর এক আক্রমণ করেছে পর্তুগাল।

ম্যাচে বল দখলের দৌড়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৭৬ শতাংশ বল দখলে রেখে পর্তুগাল। আর্মেনিয়ার পক্ষ থেকে ৩৪টি শট নেয়া হয়, যার মধ্যে ১৫টি লক্ষ্যভেদ করে ফার্নান্দেজরা। এই দাপুটে পারফরম্যান্সে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই তারা বিশ্বকাপে জায়গা করে নিল।

সর্বশেষ সংবাদ

শুভমান গিলের সর্বশেষ অবস্থা জানাল বিসিসিআই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর ভারতের অধিনায়ক শুভমান গিলকে শনিবার সন্ধ্যায় দ্রুত হাসপাতালে নেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ