spot_img

আরএসএফের বর্বরতা: পালানো পথেই ধর্ষণের শিকার ৩২ কিশোরী

অবশ্যই পরুন

সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের থেকে পালিয়ে আসা কিশোরীদের ওপর মাত্র এক সপ্তাহে ৩২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে দেশটির একটি চিকিৎসক সংগঠন। সুদান ডক্টরস নেটওয়ার্ক নামের সংগঠনটি রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, এসব ধর্ষণ ঘটেছে শহরটির ভেতরেই।

র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরটি দখলের পর কিছু কিশোরীকে ধর্ষণ করা হয়, আর বাকিগুলো ঘটে পালিয়ে পাশের তাওইলা শহরে যাওয়ার পথে। এ জন্য আরএসএফকে দায়ী করে জরুরি ও স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি তারা বেঁচে যাওয়া নারী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসা, মনোসামাজিক ও আইনি সহায়তা প্রদানের জন্য মানবিক সংস্থাগুলোর বাধাহীন প্রবেশের দাবি জানিয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক বিবৃতিতে বলেছে, এসব ধর্ষণ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন এবং স্পষ্টতই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হয়। তাদের মতে, আরএসএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নারীরা যে ভয়াবহ নির্যাতন, বিশৃঙ্খলা ও শাস্তিহীনতার মুখোমুখি হচ্ছেন, এই ঘটনাগুলো তারই প্রমাণ।

২০২৩ সালের এপ্রিলে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ।

গত মাসে আরএসএফ উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দখল করে, যার পর থেকেই শহরে হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগ উঠতে থাকে। বর্তমানে আরএসএফ সুদানের ১৮টি অঙ্গরাজ্যের মধ্যে দারফুরের পাঁচটিতেই নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুমসহ বাকি ১৩টি অঙ্গরাজ্যের বেশির ভাগ নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

দারফুর সুদানের মোট ভূখণ্ডের পাঁচভাগের একভাগজুড়ে বিস্তৃত হলেও প্রায় ৫ কোটি মানুষের অধিকাংশই সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই বসবাস করে।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ