তুরস্ক তাদের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘তোলগা’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই অত্যাধুনিক ব্যবস্থাটি পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোনকে সফলভাবে শনাক্ত, নিরস্ত্র এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই তাদের নতুন অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘তোলগা’-এর পরীক্ষা কনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভ্যুয়ালুয়েশন গ্রুপ কমান্ডে সম্পন্ন করে।
তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত এই তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন, কৌশলগত ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্মার্ট যুদ্ধাস্ত্র থেকে সুরক্ষা দিতে পারে। এতে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার, রাডার, টারেট-ভিত্তিক অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি-ড্রোন গোলাবারুদ রয়েছে, যা একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা প্রদান করে। সিস্টেমটি সর্বোচ্চ ৩ হাজার মিটার উচ্চতা পর্যন্ত কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘সফট-কিল’ পরীক্ষায় প্রায় ৩ কিলোমিটার দূরের একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয়। এরপর এটি ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা হয়। এছাড়া ‘হার্ড-কিল’ পরীক্ষায় দুটি স্থির ১২ দশমিক ৭ মিমি গান, একটি যানবাহনে স্থাপিত রোটারি ১২ দশমিক ৭ মিমি গান এবং ২০ মিমি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতায় আক্রমণকারী ড্রোনগুলো ধ্বংস করা হয়।
এমকেই-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেস জানান, পরীক্ষায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুরূপ পরিবেশ ব্যবহার করা হয় এবং ড্রোনগুলোর ধরন রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।
তিনি বলেন, তুরকিয়ের ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর—অর্থাৎ ৩ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ও আকাশ প্রতিরক্ষার পুরো ভিত্তি তোলগা সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কেলেস আরও জানান, তোলগা সিস্টেম এখন আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা সৃষ্টি করেছে এবং গণউৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেশিরভাগ লক্ষ্যবস্তু মাত্র ৩–৪ রাউন্ডেই ধ্বংস করা গেছে, যা প্রতিষ্ঠানকে বড় আত্মবিশ্বাস দিয়েছে।

