spot_img

আত্মসমর্পণের পর জামিন পেলেন মেহজাবীন

অবশ্যই পরুন

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩–এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। গণমাধ্যমের কাছে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

এর আগে আজ (রোববার) দুপুরে জানা যায়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩–এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খবরটি প্রকাশ্যে আসার পর প্রথমে এটিকে ভিত্তিহীন দাবি করলেও পরে অগ্রিম জামিন নিতে আদালতে যান মেহজাবীন।

এ দিকে মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘসময়েও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা চাইলে নানা অজুহাতে ঘোরানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকার বিষয়ে কথা বলতে গেলে আমিরুল ইসলামকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন।

পরবর্তীকালে রাজধানীর ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখে আসামিরা অনুপস্থিত থাকায় গত ৩ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয় এবং ১০ নভেম্বর তা কার্যকর হয়। পরোয়ানা জারির পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন মেহজাবীন ও তার ভাই।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ