ধুমধাম করে প্রকাশ্যে এল এস এস রাজামৌলির নতুন ছবি ভারাণসীর টিজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। মঞ্চে ছিলেন ছবির মুখ্য অভিনেতা মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারণও। শুরু থেকেই ছবির প্রথম ঝলক ঘিরে দর্শকের উন্মাদনা স্পষ্ট।
শনিবার (১৫ নভেম্বর) হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে আয়োজিত মহা-অনুষ্ঠানের মাধ্যমে শিরোনাম প্রকাশ হয়।
টিজারে চোখে পড়ছে দুর্দান্ত ভিএফএক্স, শিল্পসৌন্দর্য আর প্রাচীন সময়কে নতুনভাবে দেখানোর চেষ্টা। গল্পের শুরু ৫১২ খ্রিস্টাব্দের বরাণসি থেকে। দেখা যায়, একটি যজ্ঞের আগুন হঠাৎ অ্যান্টার্কটিকায় বরফে পরিণত হচ্ছে। সেখান থেকে দৃশ্য চলে যায় আফ্রিকার জঙ্গলে, তারপর লঙ্কায়, যেখানে দেখানো হয়েছে হনুমানের বানরসেনা আর রাবণের বাহিনীর যুদ্ধ। শেষ দৃশ্যে মানিকর্ণিকা ঘাটে একটি বলদের পিঠে বসে ত্রিশূল হাতে থাকা মহেশ বাবুকে দেখা যায়।

অনুষ্ঠানে ছবির টিজারের পাশাপাশি প্রধান চরিত্র মহেশ বাবু সম্পর্কে রাজামৌলি নিজেই জানান এক অজানা তথ্য। পরিচালক বলেন, মহেশ বাবুর মধ্যে এমন একটি জিনিস রয়েছে যা আমাদের সবার শেখা উচিত। মহেশ বাবু যখন অফিসে বা শুটিংয়ে আসেন, তখন তিনি তার মোবাইল ফোন স্পর্শ করেন না। তিনি আট ঘণ্টা কাজ করেন এবং যখন ফিরে যান তখন কেবল তার মোবাইল ফোনের দিকে তাকান। তিনি বলেন, এই গুণটি এমন একটি জিনিস যা থেকে সকলেই উপকৃত হতে পারে।

