spot_img

গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

অবশ্যই পরুন

গ্রামীণ ব্যাংকের গাজীপুরের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে যায়।

প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে যান তারা। পরে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বের হতে গেলে মূল ফটকে আগুন দেখতে পান।

তবে পেট্রলবোমা নিক্ষেপের এ ঘটনায় কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই এরিয়া ম্যানেজার।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে।

কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি বারিক।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনার রায়কে ঘিরে একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ