spot_img

আরব আমিরাতে স্বামীকে নিয়ে যে মসজিদ ঘুরে দেখলেন সোনাক্ষী

অবশ্যই পরুন

আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। সোনাক্ষী জানান, মন্দির ও গির্জায় বহুবার গেলেও মসজিদের অভ্যন্তরে আগে কখনো যাওয়ার সুযোগ হয়নি। তাই এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন। সেই ভ্লগে সোনাক্ষী জানান, শুধু ভ্রমণ আর নতুন সংস্কৃতি ঘুরে দেখাই তাদের উদ্দেশ্য।

অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি নাখোশ ছিল সিনহা পরিবার। যদিও পরে আর এসব নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি।

সর্বশেষ সংবাদ

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী!

গুঞ্জন উঠেছে আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড ও টেলিভিশন জগতের আলোচিত অভিনেত্রী আরশি খান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ