দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা।
যে ৩০টি দল এখন পর্যন্ত তাদের জায়গা নিশ্চিত করলো:
ইউরোপ থেকে ৩ দল নিশ্চিত
ইউরোপীয় বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।
দক্ষিণ আমেরিকা থেকে পূর্ণ ৬ দল
বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে ছয় দলই জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।
উত্তর ও মধ্য আমেরিকা থেকে ২ দল
আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। তাদের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে উঠেছে মেক্সিকো।
আফ্রিকার ৯ প্রতিনিধি
আফ্রিকা থেকে যেসব দল মূল পর্বে খেলবে: আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।
এশিয়া থেকে ৭ দল
এশিয়া অঞ্চলের বাছাইপর্বের মাধ্যমে নিশ্চিত হয়েছে: জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান।
ওশেনিয়া থেকে ১ দল
ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।
মোট ৪৮ দল অংশ নেবে ২০২৬ বিশ্বকাপে। এর মধ্যে ৩০ দল নিশ্চিত হলেও এখনো বেশ কিছু স্থানের জন্য লড়াই বাকি। শেষ দিকের বাছাইপর্ব ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে অবশিষ্ট দলগুলো।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

