spot_img

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

অবশ্যই পরুন

গেল কয়েক বছরে শাকিব খান যেন ভিন্ন রূপে আছেন। নিজেকে অনেকটাই বদলেছেন এবং বিভিন্ন ধরনের সিনেমায় নিজেকে প্রমাণও করছেন। তার নতুন লুক, গেটআপ এবং উপস্থাপনায় তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে শাকিব তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

এমন উত্তাল আবহেই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন তিনি। ৯ মিনিটের সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানকে দেখা মেলে এক ভিন্ন মেজাজে।

তাদের দুজনের কথোপকথনের সেই ভিডিওতেই উঠে আসে গুরুত্বপূর্ণ হানিয়া আমির প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, ‘রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৯০০ ছাড়াল

বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ