spot_img

কাজলের পর অজয়ের পাল্টা মন্তব্যে বিচ্ছেদের আভাস!

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে, এমন গুঞ্জন ছড়াল আবার। সম্প্রতি তাদের দুজনের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে ভক্তরা পাচ্ছে এই দম্পতির বিচ্ছেদের আভাস!

মূলত, কাজলের ‘বিয়ের মেয়াদ’ সম্পর্কিত মন্তব্যের পরপরই অজয় দেবগন প্রেম ও সম্পর্কের গভীরতা নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনাকে উসকে দিয়েছে।

সম্প্রতি একটি টক শোতে কাজল সরাসরি দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলেন। সেই শোতে কাজল বলেন, ‘ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? যদি দাম্পত্য নতুন করে শুরু করার সুযোগ থাকত, তাহলে ভালো হতো। কিন্তু দাম্পত্যের যদি একটি মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকত, তাহলে দুজনের কাউকেই কষ্ট পেতে হতো না।’

কাজলের এই মন্তব্য নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই অজয় দেবগন তার নতুন সিনেমা ‘দে দে প্যায়ার দে’-এর প্রচারণায় গিয়ে একরকম বেফাঁস মন্তব্য করলেন; যা তাদের দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনের পালে আরও হাওয়া জোগাল।

অজয় বলেন, “বর্তমানে প্রেম-ভালোবাসা বড়ই সস্তা হয়ে দাঁড়িয়েছে! এত অপ্রয়োজনীয় কারণেও ‘ভালোবাসি’ শব্দটা বলা হয় যে, অর্থটাই হারিয়ে গিয়েছে। আমাদের প্রজন্মে তো একটা পর্যায়ে সম্পর্ক পৌঁছনোর পর ‘আমরা ভালোবাসি’ বলতাম। তবে মানুষ এখন ‘ভালোবাসা’ শব্দটার গভীরতা বোঝে না।”

ওই সাক্ষাৎকারে অজয় আরও যোগ করেন, ‘এখন তো সব মেসেজেই হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়।’ এ সময় পাশে থাকা সহ-অভিনেতা আর মাধবন পোষ্যদের প্রসঙ্গ আনলে অজয় তাতে সম্মতি দেন। অজয় দেবগনের সংযোজন ছিল, ‘আসলে মানুষের পক্ষে এই ধরণের ভালোবাসা সম্ভবই নয়, কারণ পোষ্যরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। আর বিনিময়ে কিছু চায়ও না।’

কাজলের ‘বিয়ের মেয়াদ’ সংক্রান্ত মন্তব্যের পরপরই অজয়ের ‘নিঃস্বার্থ ভালোবাসা শুধু পোষ্যদের পক্ষে সম্ভব’—এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, তাদের দাম্পত্যে সত্যিই কোনো সমস্যা চলছে কিনা। তবে এই বিষয়ে তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ সংবাদ

গাজায় সৈন্য পাঠানোর মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ