spot_img

হামজা-জায়ানের চোট নিয়ে যা জানালেন কোচ কাবরেরা

অবশ্যই পরুন

ফিফা প্রীতি ম্যাচে গতকাল বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। হিমালয়ের দেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির দিনে সমর্থকদের দুশ্চিন্তা হামজা চৌধুরী ও জায়ান আহমেদকে নিয়ে। ম্যাচ চলাকালীন চোটে পড়ে মাঠ ছাড়েন তারা। তবে স্বস্তির খবর, গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের প্রায় ৮০ মিনিটে পায়ের অস্বস্তিতে বদলি হন লেস্টার সিটির ফুটবলার হামজা। এর আগেই জায়ানকে তুলে নিতে হয় হালকা ইনজুরির কারণে।

সংবাদ সম্মেলনে এসব নিয়ে কোচ বলেন, ‘না, বড় কোনো সমস্যা নেই। দু’জনেরই মাংসপেশিতে সামান্য টান পড়েছে। তারা ভারত ম্যাচের জন্য ফিট থাকবে বলে আশা করছি।’

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে নেপাল ম্যাচকে প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছিলেন কাবরেরা। কিন্তু কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় কিছুটা হতাশ তিনি। কাবরেরা বলেন, ‘দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা ভালো খেলেছি, কিন্তু ধারাবাহিকতা রাখতে পারিনি। পুরো ম্যাচে আক্রমণাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি এটাই হতাশার।’

নেপাল ম্যাচের ভুলগুলো যেন ভারতের বিপক্ষে পুনরাবৃত্তি না হয়, সেই লক্ষ্যেই শুরু হবে পরবর্তী অনুশীলন সেশন। কাবরেরা বলেন, ‘এখন আমাদের কাছে চার দিন সময় আছে। ভিডিও বিশ্লেষণ করে আমরা ভুলগুলো ঠিক করব। আমাদের একটাই লক্ষ্য ভারতের বিপক্ষে তিন পয়েন্ট।’

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ