গত কয়েক দিনে যদি আপনি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ চোখ বুলিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ‘ব্লু শাড়িওয়ালি’ অর্থাৎ নীল শাড়ি পরিহিতা এক নারীকে নিয়ে হওয়া আলোচনা দেখেছেন। যার কথা সবাই বলছে, তিনি হলেন অভিনেত্রী গিরিজা ওক গোড়বোলে—যাকে এখন সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে ‘ইন্ডিয়ার সিডনি সুইনি’, আবার কেউ তুলনা করছেন মনিকা বেলুচির সঙ্গে।
দুই দশকেরও বেশি সময় ধরে মারাঠি এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। এদিকে হুট করে ভাইরাল হওয়া প্রসঙ্গে গিরিজা জানিয়েছেন, “আমি মুগ্ধ এবং খানিকটা মজা পাচ্ছি! রোববার সন্ধ্যায় হঠাৎ আমার ফোনে কল, মেসেজের বন্যা বয়ে যায়। আমি তখন নাটকের রিহার্সেলে ব্যস্ত ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। বন্ধুরা একে একে মেসেজ করতে শুরু করলো—‘তুমি জানো, এক্স-এ কী চলছে?’
তিনি আরো বলেন, “এক বন্ধু, এমনকি একটা পোস্ট পাঠালো যেখানে বিতর্ক হচ্ছিলো—ছবিটা আমি, না অভিনেত্রী প্রিয়া বাপট! এরপর আমার দেওর জানাল, কিছু খারাপ মানের হ্যান্ডল আমার ছবিগুলো নিয়ে ‘ভাবি লাভার’ টাইপের পোস্ট করছে। কেউ কেউ আমার ছবি যৌনায়িত করছে।
কিন্তু মারাঠি দর্শকরা বললেন, ‘তোমরা এখন চিনলে কী হবে, আমরা তো অনেক বছর ধরে ওকে চিনি!’ ‘এক্স’ প্ল্যাটফর্মে মিম কন্টেন্টে সয়লাব হয়ে গেলেও গিরিজা সেটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।

