spot_img

স্বাক্ষরিত সনদ বহির্ভূত কোনো প্রস্তাব মানতে রাজনৈতিক দল বাধ্য নয়: সালাহউদ্দিন আহমদ

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূস মূল দলিল থেকে সরে গেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই আদেশের মর্যাদা কী হবে তা বিচার বিভাগ নির্ধারণ করবে। এটার আইনি ভিত্তি কতটুকু আছে, তা নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয় কোন আলোচনা ঐকমত্য কমিশনে কোন আলোচনা হয়নি বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, সুতরাং এটা নিয়ে ঐক্যমতের কোনো বিষয় নেই।

সংসদের নির্বাচনের দিনে গণভোট করার সিদ্ধান্তে তার দল বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন। গণভোটের জন্য চারটি প্রশ্নের একটি পিআর, আর এ নিয়ে ভিন্নমত আছে বলে জানান। এটা সনদের পরিস্কার লঙ্ঘন।

পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে ‘হ্যাঁ না’ বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সালাহউদ্দিন। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয় তা মানতে রাজনৈতিক দল বাধ্য নয়।

সর্বশেষ সংবাদ

ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: মাদুরো

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (১২ নভেম্বর) দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ