spot_img

সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই দেশকে অচলাবস্থার মধ্যে ফেলবে: সামান্তা

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতির স্বাক্ষর করাটা দুঃখজনক। এটি বাংলাদেশকে দীর্ঘমেয়াদি অচলাবস্থার মধ্যে ফেলবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপসারণের দাবি ওঠার পর সাংবিধানিক সংকটের কথা বলা হয়েছিল। এই শব্দটি শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। একদিকে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করছি, অপরদিকে তাদের রাষ্ট্রপতির দ্বারা জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে। জনগণের সঙ্গে এই প্রতারণার ভবিষ্যৎ কি হবে? দেশকে পরিবর্তন করতে হলে সব দলকে দলীয় স্বার্থ বাদ দিতে হবে। সকলকে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন জানাতে হবে।

তিনি আরও বলেন, সবগুলো দল আগের মতোই রাজনীতি করছে। এখনো অস্ত্র, অর্থ ও পেশীশক্তির প্রভাব দিয়ে রাজনীতি হচ্ছে। আমরা ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি রাজনীতি থেকে দেশকে টেনে বের করতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশ আবার সেখানে নিমজ্জিত হচ্ছে। দেশকে পরিবর্তন করতে হলে দলীয় বাদ হবে। সদকলে জাতীয় ওকয়ের প্রতি সমর্থন জানাতে হবে

সর্বশেষ সংবাদ

ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: মাদুরো

ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (১২ নভেম্বর) দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ