spot_img

মুশফিক আউট, ৯৯তম টেস্টে ফিরলেন কত রান করে?

অবশ্যই পরুন

সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ভালো শুরুর পর আউট হয়ে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনার হামফ্রিসের দুর্দান্ত এক ডেলিভারিতে ২৩ রানে থেমেছে তার ইনিংস।

বাংলাদেশের প্রথম ইনিংসে তখন সংগ্রহ ১০৬ ওভারে ৪২৫/৪। মুশফিক ভুল লাইনে খেলতে গিয়ে আউট হন। হামফ্রিসের টার্ন করা বল ব্যাটে লেগে গালিতে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে চলে যায়। ফলে ২৩ রান করে ফেরেন মুশফিক।

এর আগে বাংলাদেশ ১০৩ ওভারে ৪১৩/৩ রান তুলেছিল। তখন চার নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত পেয়েছিলেন ফিফটি—যা তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। এর আগে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা মুমিনুল হকও খেলেছিলেন পঞ্চাশোর্ধ ইনিংস।

স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ছিল বেশ সুবিধাজনক অবস্থানে। মাহমুদুলের সেঞ্চুরি ও সাদমান-মুমিনুলের হাফসেঞ্চুরিতে দল নেয় ৫২ রানের লিড।

তৃতীয় দিনে লিড বাড়ানোর প্রত্যাশায় ব্যাট করতে নামে বাংলাদেশ। একইসঙ্গে মুমিনুলের সামনে ছিল এক বছর পর সেঞ্চুরিতে ফেরার সুযোগ। কিন্তু মাত্র ১৮ রানের আক্ষেপ নিয়ে থামেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৩৮ রান। বৃহস্পতিবার তৃতীয় দিনে অপরাজিত দুই ব্যাটার জয় ও মুমিনুল বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৯ বলের ব্যবধানে দুজনকেই হারায় বাংলাদেশ। ব্যারি ম্যাককার্থির বলে মুমিনুল ফেরেন ৮২ রানে, আর জয় আউট হন ক্যারিয়ারসেরা ১৭১ রানে।

তবে এর পরও শান্তর ফিফটি ও মুশফিকের সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ইনিংসে বাংলাদেশের স্কোর দ্রুতই ৪০০ ছাড়িয়ে যায়, যা দলকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে।

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত চার উইকেটের বিনিময়ে ৪৪৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৬১ রানে।

সর্বশেষ সংবাদ

আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী

পরিবহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

এই বিভাগের অন্যান্য সংবাদ