spot_img

আরাঘচি-ল্যাভরভ ফোনালাপ, ইরান-রাশিয়া-চীন সমন্বয়ে জোরদার

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার টেলিফোনে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন এবং আসন্ন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর গভর্নর বোর্ডের বৈঠককে সামনে রেখে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

টেলিফোন আলোচনায় দুই পররাষ্ট্রমন্ত্রী কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে যুদ্ধবিরতি ও বৈরিতা বন্ধে কাবুল ও ইসলামাবাদের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানান।

আরাঘচি ও ল্যাভরভ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি—বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকার অবস্থা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে উত্থাপন ও অনুসরণ—নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে তারা আইএইএর গভর্নর বোর্ডে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আরাঘচি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান, রাশিয়া এবং আঞ্চলিক অন্যান্য দেশের মধ্যে অব্যাহত পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানান।

শীর্ষস্থানীয় ইরানি কূটনীতিক আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনতে চাচ্ছে—যা গাজা ও ফিলিস্তিনের জনগণের ওপর একটি “আন্তর্জাতিক তত্ত্বাবধান” প্রতিষ্ঠা করতে পারে—তা ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী এবং কার্যত কোনো ফল দেবে না।

ল্যাভরভ ফোনালাপ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মস্কোর পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার প্রস্তুতি ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে যৌথ নিরাপত্তা বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।

আলোচনায় উভয় পক্ষ ইরানের পারমাণবিক সংস্থার সঙ্গে চলমান সহযোগিতা এবং আসন্ন গভর্নর বোর্ডের বৈঠক সম্পর্কেও মতবিনিময় করেন। তারা তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড

নিরাপত্তা শঙ্কায় সিরিজ চলাকালীন সময়েই পাকিস্তান ছাড়তে চান কয়েকজন লঙ্কান ক্রিকেটার। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ