spot_img

নিরাপত্তার চাদরে রাজধানী, মোড়ে মোড়ে চলছে তল্লাশি

অবশ্যই পরুন

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে। গুরুত্বপূর্ণ এ রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা রোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে।

অভিযানকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করেছে।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল ও এলিফ্যান্ট রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় অতিথিদের জাতীয় পরিচয়পত্র, পেশা এবং ঢাকায় আগমনের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি কেউ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করতে মোবাইল ফোনও পরীক্ষা করা হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেল ও মেসে অভিযান চালাচ্ছি। গতরাতে কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের আগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনে তার তথ্য পুলিশের সিডিএমএস (অপরাধীদের ডাটাবেজ) সিস্টেমে যাচাই করা হয়। এতে দেখা গেছে, বেশ কয়েকজনের আগের মামলার রেকর্ড রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক কার্যক্রম থেকে শিশুদের বিরত রাখতে হবে: রানা ফ্লাওয়ার্স

রাজনৈতিক সহিসংসতায় শিশুদের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। দলগুলোর সঙ্গে আলোচনা করে যেকোনো রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার করা থেকে বিরত রাখার...

এই বিভাগের অন্যান্য সংবাদ