spot_img

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

অবশ্যই পরুন

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত ৯ এবং ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। সারা দেশ থেকে বিসিবির কাউন্সিলর-কোচরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শেষ দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল বোর্ড কর্তাদের।

সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সংবাদকর্মীরা নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে বিসিবির পক্ষ থেকে সংবাদকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এক ভিডিও বার্তায় আজ (বুধবার) বিসিবি সভাপতি ক্ষমা চেয়ে বলেন,‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের (সংবাদকর্মীদের) সেখানে দাওয়াত করেছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

ভিডিওতে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। বিসিবি সভাপতি বলেন,‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’

বুলবুল সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন,‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরণের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

সর্বশেষ সংবাদ

বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার আমার আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বক্তৃতার একটি অংশ যেভাবে বিবিসির ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রে’ সম্পাদনা করা হয়েছে, সেই কারণে বিবিসির...

এই বিভাগের অন্যান্য সংবাদ