spot_img

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মার্কিন রণতরি লাতিন আমেরিকায়, ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের উত্তেজনা

অবশ্যই পরুন

বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরি যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং তার স্ট্রাইক গ্রুপ লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করেছে। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) ইউএস সাউদার্ন কমান্ডের কার্যক্ষেত্রে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই মোতায়েন পেন্টাগনের প্রধান পিট হেগসেথের নির্দেশনার পরে এসেছে, যা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করবে। এর লক্ষ্য হলো- আন্তর্জাতিক অপরাধী সংগঠন ভেঙে ফেলা এবং যুক্তরাষ্ট্র ও অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তা মোকাবিলা করা।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, ‘ইউএস সাউদার্ন কমান্ড এলাকায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাহিনী উপস্থিতি আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া অবৈধ কার্যক্রম শনাক্ত, পর্যবেক্ষণ করবে।

এই স্ট্রাইক গ্রুপে ৪ হাজারের বেশি নাবিক এবং ৯টি ট্যাকটিক্যাল এয়ার স্কোয়াড্রন রয়েছে। তারা ইতিমধ্যেই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনী, যেমন আইও জিমা অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং তার মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সঙ্গে মিলিতভাবে কাজ করবে। এটি একটি যৌথ টাস্ক ফোর্সের অধীনে পরিচালিত হবে, যার লক্ষ্য হল ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকায় অপরাধী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান।

সাউথকম কমান্ডার অ্যাডমিরাল আলভিন হোলসি বলেন, ‘আমাদের বাহিনীর অটল প্রতিশ্রুতি এবং নিখুঁত ব্যবহার মাধ্যমে আমরা সেই আন্তর্জাতিক হুমকির মোকাবিলায় প্রস্তুত।’

জেরাল্ড আর. ফোর্ডের সঙ্গে স্ট্রাইক গ্রুপে আরও অন্তর্ভুক্ত রয়েছে ক্যারিয়ার এয়ার উইং এইটের ৯টি স্কোয়াড্রন, ডেসট্রয়ার স্কোয়াড্রন টু এর আর্লি বার্ক-ক্লাস গাইডেড-মিসাইল ডেসট্রয়ার এবং ইন্টিগ্রেটেড এয়ার ও মিসাইল ডিফেন্স কমান্ড জাহাজ।

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৩১টি দেশের সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করে সাউথকম। যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে হেমিস্ফিয়ার স্থিতিশীলতা বজায় রাখা এবং অবৈধ পাচার নেটওয়ার্ক মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।

এদিকে যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন নিকোলা মাদুরো। তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র কখনো তার দেশে হস্তক্ষেপ করে, তবে রাইফেল হাতে লাখ লাখ নারী-পুরুষ দেশজুড়ে মিছিল করবেন।

যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে ভেনেজুয়েলাও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। এমনই কিছু কিছু নথিপত্র দেখেছে বার্তাসংস্থা রয়টার্স। সেখানে দেখা গেছে, ভেনেজুয়েলা রাশিয়ার তৈরি কয়েক দশকের পুরোনো অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। যদি যুক্তরাষ্ট্র আকাশ বা স্থলপথে অভিযান চালায়, তবে গেরিলা কায়দায় তা মোকাবিলার পরিকল্পনা করেছে দেশটি। ভেনেজুয়েলা নয়, প্রতিবেশী দেশ কলম্বিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে।

সর্বশেষ সংবাদ

নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স: ম্যাকরন

নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এ প্রতিশ্রুতি দেন ফরাসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ